odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

বে নাপোলে ২কেজি ৫শ' গ্রাম ভারতীয় গাঁজা সহ যুবক আটক

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৭ April ২০২১ ০৫:৪৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৭ April ২০২১ ০৫:৪৮

 
মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে ২কেজি ৫শ' গ্রাম ভারতীয় গাঁজাসহ মো. জহুরুল ইসলাম মোড়ল(৩১)নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় বেনাপোল থানা পুলিশ ভারতীয় গাঁজাসহ আসামীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক মাদক বিক্রেতা জহুরুল সরবাংহুদা গ্রামের মো. সামসুদ্দিন মোড়লের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘীরপাড় গ্রামস্থ সাহেব আলীর মুদির দোকানের সামনে থেকে ২কেজি ৫শ' গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা জহুরুল ইসলামকে আটক করে।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান  উদ্ধার গাঁজাসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন,আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন: