odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মাগুরায় চোরাই মালামালসহ চোর সংঘবদ্ধদলের ৮ সদস্য আটক

Biplob | প্রকাশিত: ১৮ April ২০২১ ০১:১০

Biplob
প্রকাশিত: ১৮ April ২০২১ ০১:১০

আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় একাধিক চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত ভোররাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানা পুলিশ চোরাই মালামালসহ চোর সংঘবদ্ধদলের ৮ সদস্যকে আটক করতে সক্ষম হন ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান জানান, গত কয়েকদিন ধরে মাগুরার শহরের বিভিন্ন বাসাবাড়িতে একের পর এক চুরি সংঘটিত হচ্ছিল এবং এ চুরির কারণে ভূক্তভোগি পরিবারের অভিযোগের ভিত্তিতে মাগুরার পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক সদর থানা পুলিশের সহযোগিতায় মাগুরা ম্যাটারনিটি পাড়ার বাসিন্দা চোর চক্রের মুল হোতা সাজ্জাদ হোসেন(২৩)কে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার,পানির পাম্প ও ৭টি বাইসাইকেলসহ ৭জন চিহ্নিত চোরকে আটক করা হয় ।

আটককৃত অন্যরা হলো চন্দন ঘোষ(৩৫), রবিউল ইসলাম(৩২),মুসলিম শেখ(১৯),রাজু আহম্মেদ(২৩),রকি শেখ(২২),রাসেদ শেখ(২০) ও আব্দুর রশীদ(৪৫)।

তিনি আরোও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাগুরা আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে । তবে এদের আটকের পর মাগুরা শহরের লোকজনদেও মনে স্বস্তি ফিরে এসেছে ।



আপনার মূল্যবান মতামত দিন: