odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা নূর হোসাইন নূরানী গ্রেফতার।

ahsanul islam | প্রকাশিত: ২৩ April ২০২১ ১০:০৭

ahsanul islam
প্রকাশিত: ২৩ April ২০২১ ১০:০৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

( ফাইল ছবিঃ আল্লামা মুফতী নূর হোসাইন নূরানী )

সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতী নূর হোসাইন নূরানীকে (৫৪) বৃহস্পতিবার মধ্য রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাটে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা সংলগ্ন বাস ভবন থেকে গ্রেফতার করা হয়েছে ।

গত ২৮ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতী তাণ্ডবের মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কিনা তা খোঁজখবর করে দেখা হচ্ছে। ডিবি পুলিশের সহায়তায় মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার রিমাণ্ড আবেদন সহ তাঁকে আদালতে হাজির করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: