odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

সিংগাইরে ডাকাতির মালামাল সহ আটক ৪

Biplob | প্রকাশিত: ২৯ April ২০২১ ২১:৫৬

Biplob
প্রকাশিত: ২৯ April ২০২১ ২১:৫৬

সিঙ্গার প্রতিনিধিঃ ২০/০৪/২০২১খ্রিঃ রাত ১২.০০ ঘটিকার পরে সিংগাইর থানাধীন দক্ষিণ ধল্লা সাকিনস্থ জনৈক শাহীনের চায়ের দোকানের সামনে ফোর্ডনগর হইতে ধল্লা ব্রীজ গামী পাঁকা রাস্তার উপরে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা নৌকা ও মোটা লোহার পাইপ ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়া বাদী আব্দুর রহিমের ঢাকা-মেট্রো-ন-১৪-১৮৬৬ রেজিঃ নাম্বারের ছোট পিকআপ গাড়ীর গতিরোধ সহ আরো বিভিন্ন গাড়ী থামাইয়া ড্রাইভারদের ভয়-ভীতি দেখাইয়া সর্বমোট ০৪টি মোবাইল সেট, ০১টি মিশুক গাড়ী, একটি পিকআপ গাড়ী, বিকাশের টাকা ও নগদ টাকা সহ সর্বমোট ৫,৪৯,৪০০/- টাকা লুন্ঠন করিয়া নিয়া যায়।

উক্ত ঘটনাটি ঘটনার পর হইতেই ঘটনায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ আঃ রহিম অত্র মানিকগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, অতিক্তি পুলিশ সুপার, মানিকগঞ্জ ও সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ মহোদয়দের দিক নির্দেশনায় ও জনাব মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সাথে জড়িত ডাকত আসামী ১। মোঃ শাকিল(২৪), পিতা-মোঃ বেল্লাল মিয়া, মাতা-জেলেখা, সাং-পদ্মছড়া (করঞ্জি), পোঃ ওসমানপুর, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, বর্তমান ঠিকানা-বারই পাড়া (জনৈক মুক্তা রানী বর্মনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। জুয়েল ইসলাম(২২), পিতা-মোঃ আমিনুল ইসলাম, গ্রাম-বানিয়াল পালশা, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, বর্তমান ঠিকানা- সাং-ভাদাইল দক্ষিণ পাড়া শাজাহান মার্কেট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ লিটন @ মামুন(৪৪), পিতা-সিরাজুল ইসলাম, সাং-নেপা ঘোষপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, বর্তমান ঠিকানাঃ সাং-ভাদাইল দক্ষিণ পাড়া শাজাহান মার্কেট (জনৈক হোসেন আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ সাইফুল (২৬), পিতা- মাইনুদ্দিন , স্থায়ী : গ্রাম- গনক পাড়া, থানা- পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা, বর্তমান : গ্রাম- ভাদাইল (মহিউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- আশুলিয়া, জেলা-ঢাকা-দেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের তাৎক্ষণিক স্বীকারোক্তি, দেখানো ও শনাক্তমতে আসামীদের দখল হইতে লুন্ঠনের শিকার হওয়া মিশুক চালক আহসানের লুন্ঠিত মিশুক গাড়ী সহ আসামীদের ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত আসামী মোঃ শাকিল, জুয়েল ইসলাম ও মোঃ লিটন@মামুন-গণ ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অপর ডাকাত মোঃ সাইফুলকে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর ডাকাতদের গ্রেফতার সহ লুন্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

(তথ্য সুত্র সিংগাইর থানা)



আপনার মূল্যবান মতামত দিন: