odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

আইএইএ সম্মেলনে যোগ দিতে ভিয়েনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ২৯ May ২০১৭ ০৮:২৬

Admin 1
প্রকাশিত: ২৯ May ২০১৭ ০৮:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আগামীকাল ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ৩০ মে ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান ’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন।
আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশী কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।  প্রধানমন্ত্রী ৩১ মে সকালে দেশে ফিরবেন।



আপনার মূল্যবান মতামত দিন: