odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ০১:২৯

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ০১:২৯

অধিকারপত্র ডেস্ক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চবির উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উপাচার্যের বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন,
“ভোক্তা অধিকার সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের। কারণ শিক্ষার্থীরাই সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে। আমরা সবসময় ছাত্রকল্যাণমুখী কার্যক্রমকে উৎসাহিত করি। চাকসুর প্রতিনিধিদের সহযোগিতায় সহশিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।”

তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আইনগত জ্ঞান ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচক ও সভাপতির বক্তব্য

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ চবি এর সভাপতি ও চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

বক্তারা বলেন,
সচেতন ভোক্তাই নিজের ন্যায্য অধিকার আদায়ের প্রধান শক্তি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ, অভিযোগের সঠিক পদ্ধতি ও ভোক্তা–বিরোধী কার্যক্রম রোধে যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তারা।

উপস্থিতি

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ক্ষেত্রের আইন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


 



আপনার মূল্যবান মতামত দিন: