অধিকারপত্র ডেস্ক | ঢাকা
নির্বাচন কমিশনের নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসেছেন ‘আমজনতার দল’-এর সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে নির্বাচন কমিশন ভবনের প্রধান ফটকের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি অনশন শুরু করেন।
এর আগে বিকেলে নির্বাচন কমিশন তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার ঘোষণা দেয়। সিদ্ধান্ত ঘোষণার ঠিক পরপরই অনশনে বসেন তারেক রহমান।
তারেকের অভিযোগ
অনশনে থাকা অবস্থায় তারেক রহমান অভিযোগ করে বলেন,
“নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলে ইসির পক্ষ থেকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন,
“৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে মাত্র এক মাস আগে দল গঠন করেও ‘আমজনগণ পার্টি’ নিবন্ধন পেয়েছে। অথচ সব শর্ত পূরণ করেও ‘আমজনতার দল’ নিবন্ধন পায়নি।”
পটভূমি
ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার জানান, নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। তবে ‘আমজনতার দল’ সে তালিকায় ছিল না, যা কেন্দ্র করে ক্ষোভ ও অনশনে বসার ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক।

আপনার মূল্যবান মতামত দিন: