odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

ফোর্বসের ধনীদের তালিকায় শীর্ষ দশে  মুকেশ আম্বানি

 আন্তর্জাতিক ডেস্ক   | প্রকাশিত: ১১ April ২০২২ ২৩:৫২

 আন্তর্জাতিক ডেস্ক  
প্রকাশিত: ১১ April ২০২২ ২৩:৫২

ফোর্বস-২০২২ ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ১৭১ বিলিয়ন ডলারের মালিক, অ্যামাজনের সিইও জেফ বেজোস। তিনি মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ব্লু-অরিজিনেরও মালিক। গত বছর তার প্রতিষ্ঠানের তৈরি রকেটে তিনি মহাকাশেও গেছেন।

১২৯ বিলিয়ন ডলারের মালিক হিসেবে বিল গেটসের অবস্থান তালিকায় ৪ নম্বরে এবং ১১৮ বিলিয়ন ডলারের মালিক হিসেবে ওয়ারেন বাফেট রয়েছেন ৫ নম্বরে। তালিকায় এবার অনেক পেছনে পড়েছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ। ৬৭.৩ বিলিয়ন ডলারের মালিক তিনি।

শীর্ষ দশে চীন ও রাশিয়ার কোনো বিলিয়নিয়ার না থাকলেও ভারতের একজন রয়েছেন। ৯০ বিলিয়ন ডলারের মালিক হিসেবে তালিকায় দশম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।

এবারের তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ দুই হাজার ৬৬৮ জন বিলিয়নিয়ার। নতুন করে যুক্ত হয়েছে ২৩৬ জন বিলিয়নিয়ার।



আপনার মূল্যবান মতামত দিন: