odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

মে থেকেই শাহজালালে চলবে রাতের ফ্লাইট

| প্রকাশিত: ১৩ April ২০২২ ০১:১৯


প্রকাশিত: ১৩ April ২০২২ ০১:১৯


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাওয়ায় আগামী মে মাস থেকে রাতে ফ্লাইট চালু হচ্ছে।

বিমানবন্দরে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গত ১০ ডিসেম্বর থেকে রাতের ফ্লাইট বন্ধ আছে। কাজ শেষ করতে আগামী ১০ জুন পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় এক মাস আগেই মে মাস থেকে চালু হচ্ছে রাতের ফ্লাইট।

বেবিচক জানিয়েছিল, ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাজের জন্য হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এ রাতে বন্ধ রাখা হচ্ছে বিমান চলাচল।

রাতে ফ্লাইট বন্ধের ফলে দিনে বিমানবন্দরে বাড়তি চাপ সৃষ্টি হয়। বিমানবন্দরে যাত্রী সেবা বিঘ্ন হওয়ার পাশাপাশি নানা রকম ভোগান্তি তৈরি হয়। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলোকে।

শাহজালাল বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হচ্ছে। আমরা ভেবেছিলাম জুন পর্যন্ত সময় লাগবে, কিন্তু এখন এপ্রিলের শেষের দিকেই কাজ শেষ হয়ে যাবে। আমরা মে মাসের শুরুর দিকে আবার আগের মতো রাতের ফ্লাইট চালু করতে পারবো।

বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনাল হলে যাত্রী চাপ বাড়বে আরো। এজন্য রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষার সময় কমাতে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: