odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

odhikarpatra | প্রকাশিত: ১ May ২০২২ ০৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ১ May ২০২২ ০৩:৫১

 

শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার চালতিপাড়া নামক এলাকায়  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

 নিহত ব্যক্তির নাম তুষার রাজবংশী (৪৫)। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, শনিবার স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। সেসময় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী নিহত হয়। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের কেউই হতাহত হয়নি।

ঘটনার পর থেকে বাস ড্রাইভার পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার পিকআপভ্যান ও বাসটিকে হাইওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। 

বাস যাত্রীরা জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: