odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

আগামী ১৭ জুন বার কাউন্সিলের সনদ লাভের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ May ২০২২ ০৩:১২

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ May ২০২২ ০৩:১২

 

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ আজ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৭ জুন শুক্রবার বার কাউন্সিলের সনদ লাভের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষার কেন্দ্রসহ বিস্তারিত তথ্য পরে যথাসময়ে জানানো হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  
আইনজীবী হিসেবে সনদ প্রদানে সকল কার্যক্রম বার কাউন্সিল পরিচালনা করে। এলএলবি ডিগ্রী উত্তীর্ণদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে হয়। এরপর এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন আইন শাস্ত্রের উপর ডিগ্রীধারীগণ।
বার কাউন্সিলের তত্ত্বাবধানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্নের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের  মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: