odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

জকসু নির্বাচন নিয়ে কোনো দল-গোষ্ঠীর চাপ নেই: জবি উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ০২:১২

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ০২:১২

অধিকার পত্র প্রতিবেদক │ প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন,
জকসু নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা সরকারি মহল থেকে কোনো প্রকার চাপ বা নির্দেশনা নেই।
সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এই মন্তব্য করেন।


 “জকসু হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ”

উপাচার্য বলেন,

“জকসুতে শিক্ষার্থীদের পূর্ণ অংশগ্রহণ থাকবে। শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচন উপভোগ করবে, এটাই আমাদের প্রত্যাশা। ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হবেন এবং তারা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ থাকলে প্রতি বছর জানুয়ারিতে নিয়মিতভাবে জকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

“প্রতিবছর জকসু নির্বাচন আয়োজন করতে পারলে তা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত।” — বলেন উপাচার্য।


তহবিল ও খরচের বিষয়

জকসুর বাজেট সম্পর্কে প্রশ্নের জবাবে উপাচার্য ড. রেজাউল করিম জানান,

“জকসুর জন্য এখনও নির্দিষ্ট বাজেট নেই। বিশ্ববিদ্যালয়ের আয়ের অংশ থেকে খরচ সমন্বয় করা হবে। ভর্তি পরীক্ষার রেভিনিউ ও ইউজির রিভাইস বাজেট থেকেও ফান্ড রাখা হবে।”


 তফসিল ও ভোটের সময়সূচি অপরিবর্তিত

জকসু নির্বাচনের তফসিল পরিবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন,

“শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে সব সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলই সবচেয়ে উপযুক্ত।”

তফসিল অনুযায়ী—

  • ভোটার তালিকায় আপত্তি গ্রহণ: ৯-১১ নভেম্বর
  • চূড়ান্ত তালিকা প্রকাশ: ১২ নভেম্বর
  • মনোনয়নপত্র জমা: ১৭-১৮ নভেম্বর
  • প্রার্থী তালিকা প্রকাশ: ৩ ডিসেম্বর
  • প্রচারণা: ৯-১৯ ডিসেম্বর
  • ভোট গ্রহণ: ২২ ডিসেম্বর
  • ফল ঘোষণা: ২২-২৩ ডিসেম্বর


আপনার মূল্যবান মতামত দিন: