odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

মুন্সিগঞ্জে ফেইসবুকে ভিডিও আপলোড করে, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মো: আহসানুল ইসলাম আমিন  | প্রকাশিত: ১৯ July ২০২২ ০৩:৫৩

মো: আহসানুল ইসলাম আমিন 
প্রকাশিত: ১৯ July ২০২২ ০৩:৫৩

মুন্সিগঞ্জে ফেইসবুকে ভিডিও আপলোড করে, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ।  

মুন্সিগঞ্জ প্রতিনিধি: 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফেইসবুকে ভিডিও আপলোড করে গলায় ফাঁস দিয়ে  হিমেল মির (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার রাত ২ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি  গ্রামে এই ঘটনা ঘটে। হিমেল মির কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামের শাহিন মিরে ছেলে।  সে দীর্ঘ দিন যাবত তার মায়ের সাথে তার নানা মোবারক শেখের  বাড়িতে থাকে।  

আত্মহত্যার পূর্বে হিমেল মির ফেসবুক লাইভে এসে তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নেই এবং কারো উপর অভিযোগ নেই এমন বক্তব্য দিয়ে ৫মিনিট১৯সেকেন্ডের একটি ভিডিও তার ব্যক্তিগত ফেইসবুকে আপলো করে। সে নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এবং লাইভ শেষে সকলের উদ্দেশ্যে বলেন কেউ জীবনে প্রেম করবেন না ।  

এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুল হক বলেন, আমরা খবর পেয়ে এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: