ঢাকা | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সকালের নাশতা বানিয়ে ফেলুন বাসি ভাত ভাজা, খেতেও সুস্বাদু

odhikarpatra | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৫:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৫:৫১

প্রণালী : বাসি ভাত, গাজর, বিনস আলু, ফুলকপি, ক্যাপসিকাম, ছোট ছোট করে টুকরো করে কাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, ডিম, সয়াবিন সিদ্ধ করে রাখা, পনির ডুমো করে কেটে রাখা, ছোট ছোট চিকেনের টুকরো, চিংড়ি মাছ, গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি, সাদা তেল

উপকরণ : কড়াইয়ে সাদা তেল ভাল করে গরম করে নিতে হবে। কেটে রাখা সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। ডিম ফাটিয়ে নিয়ে ভেজে ছোট ছোট টুকরো করে তুলে রাখতে হবে। চিংড়ি মাছ কে সামান্য তেলে দিয়ে ভেজে তুলে রাখতে হবে। চিকেন সেদ্ধ করে রাখতে হবে। পনিরের ছোট ছোট টুকরো গুলোকে হালকা করে ভেজে নিয়ে রাখতে হবে। নিউট্রিলা সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রাখতে হবে। কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। সামান্য টমেটো কুচি দিয়ে দিতে হবে, তারপর বাসি ভাত গুলিকে দিয়ে ভালো করে ভাজতে হবে। নুন, মিষ্টি কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে একটু একটু করে সবজি, চিকেন, নিউট্রেলা, পনির, চিংড়ি সব দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে গরম গরম পরিবেশন করুন ‘বাসি ভাত ভাজা’।

ভারত বার্তা



আপনার মূল্যবান মতামত দিন: