odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫
জলবায়ু–ঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল অর্থহীন—সৈয়দা রিজওয়ানা হাসান

মেগা প্রকল্প নয়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ২০:০২

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ২০:০২

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। (ফাইল ছবি)

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় ব্যয়বহুল মেগা প্রকল্পের চেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা এখন সবচেয়ে জরুরি। তিনি বলেন, “মানুষ যদি নিরাপদ পানি না পায় এবং জলবায়ুর ক্ষতিতে ভোগে, তবে উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে।”

মঙ্গলবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ২৮তম সাসটেইনেবল ডেভেলপমেন্ট কনফারেন্সের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোকে শুধু বিদেশি সহায়তার উপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। আঞ্চলিক সহযোগিতা, জনগণের অংশগ্রহণ ও মানবকেন্দ্রিক নীতি গ্রহণের মাধ্যমে পরিবর্তন সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে খাদ্য ও পানির সংকট, চরম আবহাওয়া এবং জলবায়ু–বাস্তুচ্যুতি বাড়তে পারে। এখনই কাঠামোগত সংস্কার না আনলে আগামী প্রজন্মকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

বিশ্বব্যাপী তরুণদের আন্দোলনের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, তরুণরা শুধু পরিবেশ নয়; গণতন্ত্র, স্বাধীনতা ও মর্যাদার দাবি তুলছে। রাজনৈতিক বিভাজন ও সংকীর্ণ স্বার্থের কারণে জাতীয় ও আঞ্চলিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জলবায়ু অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোকে এসডিজির লক্ষ্য দেওয়া হলেও তা বাস্তবায়নের মতো যথেষ্ট সম্পদ বরাদ্দ দেওয়া হয়নি। তিনি ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’–কে অপর্যাপ্ত উল্লেখ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায়বিচারের বদলে ঋণ প্রদানের নীতির সমালোচনা করেন।

অনুষ্ঠানে পাকিস্তানের অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানান। এছাড়া এসডিপিআই নির্বাহী পরিচালক ড. আবিদ কিউ সুলেরি ও নাবিল গোহীর বক্তব্য রা



আপনার মূল্যবান মতামত দিন: