odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেগুনা ও অটোরিকশার দুই চালক নিহত

odhikarpatra | প্রকাশিত: ১০ November ২০২২ ০৯:০২

odhikarpatra
প্রকাশিত: ১০ November ২০২২ ০৯:০২

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আজ আড়াইহাজার- মদনপুর সড়কে

কাভার্ডভ্যান, লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন লেগুনার চালক এবং অপরজন অটোরিকশার চালক।  
আজ বুধবার দুপুর আড়াইটায় জেলার আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী এলাকায় আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লেগুনা চালক রতন (৪২) এবং একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের বিল্লালের ছেলে অটোরিকশা চালক দ্বীন ইসলাম (৪৫)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কে লেঙ্গুরদী এলাকায় কাভার্ডভ্যান, লেগুনা ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ ঘটনাস্থলেই নিহত হন লেগুনা চালক রতন। তার মরদেহ লেগুনার ভেতর থেকে বের করে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অন্যদিকে, গুরুতর অবস্থায় অটোরিকশা চালক দ্বীন ইসলামকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত ব্যক্তিদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: