odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ঘানা কোচের মতে রোনালদোকে রেকর্ড গোলটি ‘বিশেষ উপহার’ দিয়েছে রেফারি

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২২ ০৮:০৪

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২২ ০৮:০৪

গতকাল কাতার বিশ্বকাপে গ্রুপ-এইচে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ৩-২ গোলে হারিয়েছে ঘানাকে। ম্যাচে পেনাল্টি থেকে  একটি গোল করেন পর্তুগালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলে পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন রোনালদো। 

৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ঘানার কোচ অট্টো অ্যাডো মনে করেন, পেনাল্টি থেকে যে গোলে রেকর্ড গড়েছেন রোনালদো সেটি ছিল  তার জন্য  আমেরিকান রেফারির পক্ষ থেকে  ‘বিশেষ উপহার’ । 
ম্যাচ শেষে ঘানার কোন অ্যাডো বলেন, ‘যদি কেউ গোল করে, সেজন্য অভিনন্দন জানানো হয়। কিন্তু এটি সত্যিই একটি উপহার ছিল। আমি আর কি বলতে পারি? রেফারির কাছ থেকে এটি একটি বিশেষ উপহার ছিল।’
অ্যাডোর এমন সরাসরি সমালোচনা ফিফার কাছে সমস্যায় ফেলতে পারে আমেরিকান রেফারি ইসমাইল এলফাথকে। 
পর্তুগালের কাছে ঘানার হারের কারন কি জানতে চাওয়া হলে, অ্যাডো উত্তর দেন, ‘রেফারি।’
অ্যাডো মনে করেন, পেনাল্টির জন্য রোনালদোকে ফাউল করেননি ঘানার ডিফেন্ডার মোহাম্মদ সালিসু। পেনাল্টি হয়েছে কি-না সেটি নিশ্চিত করতে ভিএআরও ব্যবহার করা হয়নি। 
এবারের আসরটিই শেষ বিশ্বকাপ বলে ধারনা করা হচ্ছে ৩৭ বছর বয়সী রোনালদোর। এ ম্যাচে গোল করে বিশ^কাপে নতুন ইতিহাস লিখেন রোনালদো। 
অ্যাডো বলেন, ‘আমি মনে করি, এটি সত্যিই ভুল সিদ্ধান্ত ছিল। আমি জানি না কেন ভিএআর ব্যবহার হয়নি। আমার কাছে কোন ব্যাখ্যা নেই এবং বিশ্বমানের দলের বিপক্ষে যখন এমনটা হয়ে থাকে তখন সবকিছুই কঠিন হয়ে পড়ে।’
ম্যাচ শেষে রেফারি এলফাথের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন ঘানার সাবেক খেলোয়াড় ৪৭ বছর বয়সী অ্যাডো। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম। আমি ফিফার কিছু মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, রেফারির সাথে কথা বলতে পারি কি-না। কিন্তু তারা আমাকে জানান, একটি মিটিংয়ে আছেন রেফারি এবং এটি সম্ভব নয়।’



আপনার মূল্যবান মতামত দিন: