odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রোনালদো সৌদি আরবের ক্লাব আল নসরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

odhikarpatra | প্রকাশিত: ১ January ২০২৩ ০৮:৩১

odhikarpatra
প্রকাশিত: ১ January ২০২৩ ০৮:৩১

রিয়াদ, ৩১ ডিসেম্বর, ২০২২ : ২০০ মিলিয়ন ইউরোরও বেশী অর্থে সৌদি আরবের ক্লাব আল নসরে চুক্তিবদ্ধ হলেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল ক্লাবের পক্ষ থেকে এ ঘোষনা দেয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ৩৭ বছর বয়সি এই ফুটবল তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুন্টোসের সাবেক এই ফুটবল তারকা বলেন, ‘ভিন্ন দেশে নতুন ফুটবল লিগ আবিষ্কারের জন্য আমি উন্মুখ হয়ে আছি।’  
নীল ও হলুদ রংয়ের জার্সির পিঠে প্রিয় ৭ নম্বর লেখা পর্তুগাল তারকা রোনালদোর একটি ছবি টুইটারে প্রকাশ করেছে আল নসর। রোনালদো বলেন, ‘আল নসরের কাজের দৃস্টিভঙ্গি খুবই প্রেরনাদায়ী। আমিও নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত। আমরা ঐক্যবদ্ধ হয়ে ক্লাবের সাফল্য  অর্জনে সহায়তা করতে পারব।’
সৌদি আরব শীর্ষ  ফুটবল লীগে এ পর্যন্ত  নয় বার  শিরোপা জয় করা আল নসর সর্বশেষ ট্রফিটি ঘরে  তুলেছে ২০১৯ সালে। এক টুইট বার্তায় ক্লাবটি জানায়, ‘এটি ইতিহাসের চেয়ে বেশী কিছু। এটি এমন একটি চুক্তি যেটি শুধু যে আমাদের ক্লাবের আরো বেশী সফলতা অর্জনে অনুপ্রেরনা যোগাবে তা নয়, বরং আমাদের লীগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদেরকে সেরা হতে অনুপ্রাণিত করবে। ক্রিস্ট্রিয়ানোকে নতুন হোম আল নসরে স্বাগতম।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর পর্তুগীজ  জাতীয় দলের সাইট বেঞ্চে স্থান হওয়া রোনালদোকে এখন দেখা যাবে মধ্যপ্রাচ্যে। এক টেলিভিশন সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্যের পর রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে তিনি ক্লাবটি তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে এবং কোচ টেন হাগের প্রতি তার কোন শ্রদ্ধাবোধ নেই বলে মন্তব্য করেছিলেন। কাতারে পর্তুগালের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণকালেই  সময় রোনালদোর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষনা দেয় ইউনাইটেড।
কাতার বিশ্বকাপে ওপেনিং ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্ব মঞ্চে পাঁচ ম্যাচে গোল করার বিরল এক রেকর্ড গড়েন রোনালদো। তবে এর পর থেকে উপেক্ষিত হতে থাকেন সিআর সেভেন। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে একাদশেই জায়গা হয়নি তার।
মরক্কোর বিপক্ষে হেরে যাওয়া কোয়ার্টার ফাইনালে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকা। ম্যাচ শেষে চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়তে দেখা গেছে  তাকে।

বাসস/এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: