odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

সৌদি বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল বিজনেস সামিটে অংশগ্রহণ করবে

odhikarpatra | প্রকাশিত: ১৪ February ২০২৩ ১০:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১৪ February ২০২৩ ১০:৩৬

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩  : বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবির নেতৃত্বে সেদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে গত বৃহস্পতিবার সচিবালয়ে মতবিনিমিয়কালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান এ তথ্য জানান। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আগামী মার্চে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ আয়োজন করছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে এই সামিটের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন দেশের নীতি-নির্ধারক, ব্যবসায়ী, বিনিয়োগকারি এবং বাজার বিশ্লেষকদের আমন্ত্রণ জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: