odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

শ্রীনগরে মোবাইল কোর্ট করে ১ জনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ১ March ২০২৩ ১০:৫২

odhikarpatra
প্রকাশিত: ১ March ২০২৩ ১০:৫২

২৮ শে ফেব্রুয়ারি ২০২৩, মোঃ তারিকুল ইসলামঃ  মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর  উপজেলার রাড়িখাল ইউনিয়নের ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায রাঢ়িখাল ইউনিয়নের হাতারপাড়া এলাকায় কৃষি জমি হতে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেকু মেশিন দ্বারা মাটি কেটে তা অবৈধভাবে বিক্রয় করার অপরাধের মো: উজ্জল আহমেদকে ৫০,০০০ টাকা অর্থদন্ড করা হয়। এই মোবাইল কোট পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক।তিনি বলেন এ উপজেলার ফসলি জমি,জলাশয় , রাস্তাএবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন,শ্রীনগরের এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: