odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সতীর্থদের 'গোল্ডেন আইফোন’ উপহার দিলেন মেসি

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ March ২০২৩ ০৩:৪৫

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ March ২০২৩ ০৩:৪৫

কাতার বিশ্বকাপ জেতায় কোচিং স্টাফ ও দলের ফুটবলারদের একটি করে স্বর্ণের আইফোন উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেজন্য ৩৫টি গোল্ডেন আইফোন ১৪-এর অর্ডার করেছিলেন তিনি।
প্রতিটি ফোনে ২৪ ক্যারেটের স্বর্ণের প্রলেপে রয়েছে। প্রতিটি ফোনের দাম পড়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশের টাকায় ২ কোটি ১৯ লাখ টাকার মতো।
তিনি যে ফোনটি যাকে উপহার দিয়েছেন তাতে ওই ফুটবলার বা স্টাফের নাম লেখা আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে আছে জার্সি নাম্বার। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো দেওয়া আছে। বেন লায়ন্সের সঙ্গে পরামর্শ করে মেসি ফোনের ওই ডিজাইন ঠিক করেছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ছিলেন ২৬জন ফুটবলার ও ছিলেন নয়জন স্টাফ। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই মেসির এই উপহার।



আপনার মূল্যবান মতামত দিন: