odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ March ২০২৩ ২১:১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ March ২০২৩ ২১:১১

হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। টস জিতে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জস বাটলার। 

গত ম্যাচের মতো এবারও পরিবর্তন আছে বাংলাদেশ একাদশে। অভিষেক হয়েছে তানভীর ইসলামের। গত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বাঁহাতি এই স্পিনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পথে নিজের ঝুলিতে পুড়েছেন ১৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে বাইরে থাকলেও শেষ ম্যাচে আবার একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী।

অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই নেমেছে ইংল্যান্ড।  



আপনার মূল্যবান মতামত দিন: