খেলা ডেস্ক রিপোর্ট
শুক্রবার রাতে লুয়ান্ডায় অনুষ্ঠিত ম্যাচে ৮৬তম মিনিটে লিওনেল মেসির বদলি হিসেবে মাঠে নামেন এই ২৩ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার। আর মাঠে নামার সেই মুহূর্তটি তাঁর জীবনের মতোই এক অবিশ্বাস্য অধ্যায়।
রিভার প্লেটের ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার ম্যাচ শেষে জানালেন—
“এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। মেসির জায়গায় নেমে খেলা আমার জন্য আজীবনের স্মৃতি।”
মাত্র ৪ মিনিট খেললেও একটি শট নেওয়ার সুযোগ পান পানিচেলি। এরপরই উচ্ছ্বসিত কণ্ঠে বলেন,
“এখানে এসে কিছু সময় খেলতে পারা দারুণ ছিল। দলের হয়ে অবদান রাখতে পেরে আনন্দিত।”
নিজের খেলাধুলার ধরন নিয়ে পানিচেলির মন্তব্য
পানিচেলি নিজেকে একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবেই ভাবতে পছন্দ করেন। তিনি বলেন—
“আমি পরিশ্রমী একজন প্লেয়ার। লড়াই করা, দৌড়ানো, ট্যাকল দেওয়া—সবই করতে ভালোবাসি।”
মেসিকে দেখে বড় হয়েছেন, তাই একটি আবদার না করে পারেননি
মেসিকে নিয়ে পানিচেলি বলেন—
“ছোটবেলা থেকেই তাঁকে দেখে বড় হয়েছি। সামনে দাঁড়িয়ে মেসিকে দেখা, কথা বলা—সবই স্বপ্নের মতো।”
পানিচেলি আরও জানান—
“পেশাদার থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে একটি ছবি তুলতে বলেছিলাম। মেসির সঙ্গে সেই মুহূর্তগুলো ভাগাভাগি করা সত্যিই অসাধারণ।”
পেছনের প্রেক্ষাপট
আগের ম্যাচে মেসির ছোঁয়ায় ২–০ গোলের জয় পায় আর্জেন্টিনা। তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই পানিচেলিকে দলে নেয় লিওনেল স্কালোনির টিম ম্যানেজমেন্ট।

আপনার মূল্যবান মতামত দিন: