odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন প্রেসিডেন্ট শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ March ২০২৩ ০০:২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ March ২০২৩ ০০:২৪

রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান থেকে নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শি জিনপিং। খবর আলজাজিরার। 

তিনি বলেন, আশা করছি এ সফর ফলপ্রসূ এবং বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এ সময় রাশিয়া ও চীনকে ‘ভালো প্রতিবেশি’ এবং ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন শি জিনপিং।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফরে গেলেন তিনি। 

চীনের সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে পুতিন বলেছেন, ‘পুরনো ও ভালো বন্ধু’র সফর নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। ইউক্রেন যুদ্ধে চীনের মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছাকেও স্বাগত জানিয়েছেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: