odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

গরুর চামড়া ঢাকায় প্রতিফুট ৫০ থেকে ৫৫ টাকা : ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ August ২০১৭ ১৬:৪২

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২০ August ২০১৭ ১৬:৪২

আসন্ন কোরবানির ঈদে কোরবানিকৃত পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সেই সঙ্গে এবার কোনোভাবেই চামড়া পাচার হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার সচিবালয়ে চামড়া শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। নির্ধারণ করে দেওয়া পশুর চামড়ার মধ্যে গরু ঢাকায় প্রতিফুট ৫০-৫৫ টাকা, ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা। অন্যদিকে সারাদেশে খাসির চামড়া ২০-২২ টাকা, ছাগল ১৫-১৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চামরা পাচার রোধে মন্ত্রী বলেন, ঈদের পর থেকে ৩০ দিন পর্যন্ত বিশেষ নজরদারি থাকবে। সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবি (বর্ডার গার্ড অফ বাংলাদেশ) এ নজরদারিতে থাকবে। এবারে কোনোভাবেই চামড়া পাচার করতে দেওয়া হবে না।

তাছাড়া ঢাকাসহ সব সিটি কর্পোরেশনে নিয়ম মেনে কোরবানি দেওয়া হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: