odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

ক্রেডিট কার্ডের সঞ্চিতির হার কমল

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ August ২০১৭ ২০:০৯

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২০ August ২০১৭ ২০:০৯


শুধু শ্রেণিকৃত খেলাপি ঋণেই নয় নিয়মিত ঋণের বিপরীতেও ব্যাংকগুলোকে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয়। ক্রেডিট কার্ড গ্রাহকদের নিয়মিত ঋণের ক্ষেত্রে প্রভিশন ৩ শতাংশীয় পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের ঝুঁকি ভেদে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত হার সংরক্ষণ করে ব্যাংকগুলো। এতে এখন থেকে ক্রেডিট কার্ডের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হবে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
এতে বলা হয়েছে, নগদ অর্থ লেনদেনের ঝুঁকি এবং ক্রেডিট কার্ড ব্যবসায়ে ব্যয় কমানোর লক্ষ্যে প্রভিশন সংরক্ষণের হার সংশোধন করা হয়েছে। এতে অশ্রেণিকৃত ক্রেডিট কার্ড গ্রাহকের ঋণের বিপরীতে ২ শতাংশ সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হবে, যা আগে ছিল ৫ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: