odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

অবসর ভেঙে দলে ফিরতে পারেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ April ২০২৩ ১৮:৪২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ April ২০২৩ ১৮:৪২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দুই বছর পর আবারও পাকিস্তান দলে ফিরতে পারেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন নির্বাচক এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আমিরকে কথা বলায় সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে

৩০ বছর বয়সী আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ২০২০ সালের ডিসেম্বরে।পরবর্তী সময় জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে গেলে আবার জাতীয় দলে ফিরতে পারেন।এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কোনো দায়িত্বে নেই ওই তিনজন।

পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি পিসিবির একজন নির্বাচক আমিরের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে বলা হয়েছে আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে।গণমাধ্যমে অপ্রয়োজনীয় বিবৃতি বা বিতর্ক তৈরি না করে আমির যেন মাঠের ক্রিকেটে মনোযোগ দেন।

আমিরের ম্যানেজার সামা টিভিকে জানান, ওই নির্বাচক বলেছেন পিসিবি বললে আমির যেন অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এ বছরের ওয়ানডে বিশ্বকাপে তাঁকে দরকার হতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: