odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

হায়দরাবাদের প্রথম জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ April ২০২৩ ১৯:৩৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ April ২০২৩ ১৯:৩৭

চলতি আইপিএলের প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় পায় তারা। পাঞ্জাবের হয়ে একাই লড়েন শিখর ধাওয়ান। বাকি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। ১৭ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। 

রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ।

পাঞ্জাবের দেয়া ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মায়াঙ্কও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনিও। এই দুই ব্যাটারের বিদায়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে। 

ত্রিপাঠি ও মার্করামের শতরানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠি। মার্করাম করেন ২১ বলে অপরাজিত ৩৭ রান। পাঞ্জাবের পক্ষে একটি করে উইকেট নেন আর্শদীপ সিং ও রাহুল চাহার। 



আপনার মূল্যবান মতামত দিন: