ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশের বিভিন্ন জেলায় আগামীকাল তাপপ্রবাহ বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৪৮

রংপুর বিভাগ ছাড়া দেশের সকল বিভাগের ওপর দিয়ে আজ বুধবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। ফলে দেশের বেশির ভাগ মানুষের ওপর তাপপ্রবাহের প্রভাব পড়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি চুয়াডাঙ্গাতে। জেলাটিতে টানা ১১ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৫ থেকে ২১ এপ্রিল দেশের ১০টি জেলায় তীব্র তাপপ্রবাহ হতে পারে। মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে উঠতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, দেশের সাত বিভাগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যেটি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: