odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

মোহনগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট জনজীবন

মোহনগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৭ April ২০২৩ ০০:০৭

মোহনগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ April ২০২৩ ০০:০৭

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল হয়ে পড়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ  উপজেলাবাসী। ২৪ ঘণ্টায় বিদ্যুৎ পাওয়া যায় মাত্র ৪-৫ ঘণ্টা। তাও আবার রমজানের সেহরি, ইফতার ও তারাবিতে একেবারেই বিদ্যুৎ দেখা মেলা দায়। ফলে তাপদাহে এ এলাকার মানুষের নাভিশ্বাস অবস্থা।

বিদ্যুতের অব্যাহত লোডশেডিং আর লো-হাই ভোল্টেজের কারণে নষ্ট হচ্ছে মোটর, ফ্রিজ, টেলিভিশন ও কম্পিউটারসহ নানা বৈদ্যুতিক যন্ত্রাংশ।

তাছাড়া সেচের মটর চালানো যাচ্ছে না। যখন তখন মটর জ্বলে যাচ্ছে। অপরদিকে উপজেলায় বিদ্যুতের অভাবে সেচ দিতে না পেরে বোরো মৌসুমের আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।

ভুক্তভোগীরা জানান,এ মাসেই এসএসসি পরীক্ষা বিদুতের এ অবস্থায় ছাত্র-ছাত্রীরা পড়ছে বেকায়দায়। দিনে-রাতে সমানভাবে লোডশেডিং হচ্ছে। সেহরি ও ইফতারের সময় মোবাইলের লাইট জ্বালিয়ে আলো-অন্ধকারে খেতে হয়। তারাবির সময়তো বিদ্যুতের দেখাই মিলছে না। গ্রাহকদের দাবি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের।



আপনার মূল্যবান মতামত দিন: