odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাইর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জবি প্রতিনিধি | প্রকাশিত: ১৮ April ২০২৩ ২৩:১৬

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ April ২০২৩ ২৩:১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মিলনায়তনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুদ্দীন খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওলিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মো. মঞ্জুর হোসেন সহ অনান্য নেতৃত্ববৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: