odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

জোড়া সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের রেকর্ড স্কোর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ April ২০২৩ ০১:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ April ২০২৩ ০১:৫৪

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টেই ধরা দিয়েছে ভিন্ন রূপে। গল টেস্টের প্রথম ইনিংসে তারা তুলেছে ৪৯২ রান। যা আয়ারল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ স্কোর। শুধু তা-ই নয়, এই প্রথমবার আইরিশরা টেস্টে ৪০০ রান অতিক্রম করল। প্রথম দিনে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি সেঞ্চুরি মিস করলেও আজ দ্বিতীয় দিনে জোড়া সেঞ্চুরি করেছেন পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফার।

৪ উইকেটে ৩১৯ রান নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। লরকান টাকার ৭৮ এবং ক্যাম্ফার ২৭ রানে অপরাজিত ছিলেন। আজ সেঞ্চুরির সুযোগ থাকলেও মিস করেন টাকার। ৮০ রান করে তিনি বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে যান। আগের দিন ৯৫ রানে আউট হন অধিনায়ক বালবার্নি। তবে সেঞ্চুরি মিস করেননি কার্টিস ক্যাম্ফার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ২০৯ বলে। প্রভাত জয়াসুরিয়ার শিকার হওয়ার আগে করেন ২২৯ বলে ১৫ চার ২ ছক্কায় ১১১ রান।

১৪৫.৩ ওভার ব্যাট করে ৪৯২ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। ৫ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৮১ রান। এখনো তারা ৪১১ রানে পিছিয়। 



আপনার মূল্যবান মতামত দিন: