odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

নিজেদের বোলিং নিয়ে বেশ সন্তুষ্ট হাসান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ১৯:৫০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ১৯:৫০

আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন তিন পেসার ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে বৃষ্টির দাপটে নিজেদের পুরো সামর্থের জানান দিতে পারেননি তারা। যদিও বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ১৬.৩ ওভারেই ৩ উইকেট হারানো আইরিশদের দুটোই নিয়েছেন পেসাররা।

আত্মবিশ্বাসী কণ্ঠে হাসান মাহমুদ বলেন, 'আমি ও শরিফুল খুব ভালো শুরু করেছি, বেশ ভুগিয়েছি। নতুন বলে সুইং পাচ্ছিলাম, ভালো জায়গায় হিট করছিলাম। সব মিলিয়ে ভালো বোলিং হয়েছে দুজনের। আমাদের পরিকল্পনা ছিল চতুর্থ থেকে পঞ্চম স্টাম্পে বল করা। জায়গা না দেয়া। যতটুকু সম্ভব স্টাম্পে বল করা।’ফলে নিজেদের বোলিং নিয়ে বেশ সন্তুষ্ট হাসান। 



আপনার মূল্যবান মতামত দিন: