odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

চলতি অর্থবছরে আরএডিপির ৫০ শতাংশ বাস্তবায়ন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ May ২০২৩ ১৫:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ May ২০২৩ ১৫:২৬

চলতি অর্থবছরে আরএডিপি বাস্তবায়নে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৫৬১ কোটি টাকা। কিন্তু জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় খরচ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থাৎ চলতি অর্থবছরের ১০ মাসে আরএডিপি  বাস্তবায়ন হয়েছে ৫০ দশমিক ৩৩ শতাংশ, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৪ দশমিক ৫৭ শতাংশ।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়নে সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর তীব্র ডলার সংকটে সরকার যে কৃচ্ছ্রসাধনের নীতি মেনে চলেছে, এজন্যই এমন নেতিবাচক প্রভাব পড়েছে এডিপি বাস্তবায়নে। কিন্তু আইএমইডির বিভিন্ন সময়ের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, কোনো অর্থবছরেই এডিপি বাস্তবায়নের লক্ষ্য পূরণ হয় না। 



আপনার মূল্যবান মতামত দিন: