odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

এবার তিন লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১১ September ২০১৭ ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১ September ২০১৭ ১৮:২৭

জাতিসংঘ বলছে ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে; আসলে সেই সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশে আগে থেকেই ৬ লাখ ২৫ হাজার রোহিঙ্গা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী কাল (মঙ্গলবার) পরিস্থিতি সরেজমিনের দেখতে যাবেন। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। সন্ত্রাসবাদ দমনের নামে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা গণহত্যার শামিল।’ সোমবার ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) একটি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবেন প্রধানমন্ত্রী। আমাদের বিশ্বাস, কফি আনান কমিশন যে সুপারিশ করেছে, সেটি বিবেচনায় নিলেই এই গণহত্যা বন্ধ হবে। আমাদের মধ্যে সভ্যতা আছে, মানবতা আছে। এ কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, সব ধরনের সহযোগিতা দিচ্ছে। ১৬ কোটির বাংলাদেশে আরও ৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় আমরা দিতেই পারি। কারণ শরণার্থীদের দুঃখ কষ্ট আমরা বুঝি। একাত্তর সালে এক কোটি বাঙালি শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম।’



আপনার মূল্যবান মতামত দিন: