odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

রংপুর ও গাইবান্ধা শাখায় ন্যাশনাল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ডেক্সবার্তা | প্রকাশিত: ১২ September ২০১৭ ১৭:০১

ডেক্সবার্তা
প্রকাশিত: ১২ September ২০১৭ ১৭:০১


ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর রংপুর ও গাইবান্ধা শাখায়, মঙ্গলবার ব্যাংকের দুইটি এটিএম বুথ উদ্বোধন করা হয়। ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান, ভাইস প্রেসিডেন্ট মো: আলী হায়দার মুর্তুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথ দুইটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে রংপুর শাখার ব্যবস্থাপক এসএভিপি মোঃ মুরাদ হোসেন প্রধান, গাইবান্ধা শাখার ব্যবস্থাপক এসপিও ওয়াসিমুল হক চিশতী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রশীদ বাবু সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ঠ ব্যাবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই এটিএম দুইটি Q-Cash নেটওয়ার্ক এর মাধ্যমে সংযুক্ত থাকার ফলে সকল Visa কার্ডধারী এগুলো ব্যাবহার করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত National Payment Switch এর সাথে সংযুক্ত থাকার ফলে National Payment Switch এর সকল সদস্য ব্যাংকের গ্রাহকরাও এই এটিএম মেশিনসমূহ ব্যাবহার করতে পারবেন। ন্যাশনাল ব্যাংকের সকল Visa ডেবিট কার্ডধারীগণ এই এটিএম সমূহ থেকে কোন ফি ছাড়াই যে কোন দিন যে কোন সময় টাকা উত্তোলন করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন: