odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

কক্সবাজারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৬:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৬:৪৬

কক্সবাজারের রামুর খুনিয়া পালং ইউনিয়নের থোয়াইংগা কাটা নামক এলাকায় আমান উল্লাহ আনোয়ার নামের একজন সংবাদকর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গতিরোধ করে এ হামলার ঘটনা ঘটে। আহত আনোয়ার কক্সবাজারের স্থানীয় দৈনিক আপন কণ্ঠের স্টাফ রিপোর্টার পদে কর্মরত। 

আহত আমান উল্লাহ আনোয়ারের স্ত্রী জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টায় মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মরিচ্যা-রামু সড়কের খুনিয়াপালং থোয়াইংগা কাটা এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোছাইন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে হিমছড়ি ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: