odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

শেখ হাসিনার জন্মদিন মানবতা দিবস হিসেবে পালনের প্রস্তাব

ডেক্সবার্তা | প্রকাশিত: ২২ September ২০১৭ ১৬:৩৫

ডেক্সবার্তা
প্রকাশিত: ২২ September ২০১৭ ১৬:৩৫

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন মানবতা দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব করা হয়েছে ১৪ দলের বৈঠকে। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থানের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এ প্রস্তাব করেন। এছাড়া, বৈঠকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাখান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার ওপরও জোড় দিয়েছেন তারা।
বুধবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৗদ্ধ সহ সংখ্যালঘু নেতাদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায় এসব বিষয়ে কথা হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সম্মিলিত বৌদ্ধ সমাজের আহ্বায়ক সুধানন্দ মাহেথেরো, পিআর বড়ুয়া, নিম চন্দ্র ভৌমিক, আনন্দনাথ দেবনাথ, অশোক রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ১৪ দল নেতাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আমিনুল ইসলাম আমিন, ডা. অসীত বরন রায়, ডা. সাহদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, মতবিনিময় সভায় রোহিঙ্গা সমস্যা মধ্যে দেশের বিভিন্ন বৌদ্ধ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তাদের আশংকার কথা বলেন। বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা তাদের আশংকার কথা তুলে ধরেন। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনের প্রতিবাদে এবার বোদ্ধ সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব পবারনা পূর্ণিমায় ফানুস না ওড়ানোর সিদ্ধান্তের কথাও তুলে ধরেন। পাশাপাশি তাদের উৎসবের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথাও বলা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের এই পদক্ষেপের প্রসংসা করেন ১৪ দলের নেতারা। একই সঙ্গে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম আশ্বস্ত করেন, যাই হয়ে যাক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা হবে। কেউ এই সম্প্রতি নষ্ট করতে পারবে না। অতিতের মত সামনের দিনেও যেকোন ধরনের সাম্প্রদায়িক ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হবে। কারণ এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: