odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

তিন দিনের সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ July ২০২৩ ০১:৩৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ July ২০২৩ ০১:৩৮

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে ইতালির রোমের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন। আজ রবিবার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট রোমের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে অংশ নিতে রোমে যাচ্ছেন তিনি। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার।

প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফরে জ্বালানি ও সংস্কৃতি নিয়ে দুটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে।



আপনার মূল্যবান মতামত দিন: