odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৫:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৫:১১

বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি আরো বলেছেন, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের বিবরণী থেকে জানা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলা নিয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রসহ ১৩টি মিশন প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ওঠেছিল।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি। আর আমি মনে রাখব যে, আমরা সবসময়ই বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: