odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

পরীক্ষামূলকভাবে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ২০:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ২০:৩৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মীয়মাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আজ শনিবার পরীক্ষামূলক চালু হতে যাচ্ছে। এতে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

বয়লারটির পরীক্ষামূলক উৎপাদনের সফলতা পেলে বিদ্যুৎ সরবাহ নিয়মিত অব্যাহত থাকবে। তখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৬০০ মেগাওয়াট। পরে আরো ৬০০ মিলে মোট এক হাজার ২০০ মেগাওয়াট যোগ হবে।

বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পৃথক দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি আজ পরীক্ষামূলকভাবে চালু হবে, যা সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে উৎপাদনপ্রক্রিয়ার উদ্বোধন করবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: