odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সুবিধা বঞ্চিতদের বিনোদনে আবারো বাণিজ্যমেলায় সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়াল্ড

ডেক্সবার্তা | প্রকাশিত: ২২ October ২০১৭ ১৯:১২

ডেক্সবার্তা
প্রকাশিত: ২২ October ২০১৭ ১৯:১২

এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বসছে সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়াল্ড শিশু পার্কটি। অনেকের কাছে খুবই প্রিয় এই নামটি। বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত, অটিজম আর প্রতিবন্ধী শিশুদের কাছে পার্কটি গুরুত্ব অন্যরকম। গেল ২০১৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কয়েকটি শিশুপার্ক থাকলেও ছিল না সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়াল্ড। কেন এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল পার্কটি! প্রতিবারই পার্কে আগত সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী শিশুরা পেয়েছে বিনামূল্যে বিনোদনের সুযোগ। যেখানে মেলার অন্য পার্কগুলোতে তাদের গুনতে হতো রাইড প্রতি ৩০ থেকে ১০০ টাকা। আর ২০১৭ সালের বাণিজ্যমেলায় সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়াল্ড না থাকায় অন্য পার্কগুলো শিশুদের এই সুযোগ প্রদান করেনি। বরাবর মেলায় পার্কটি শিশুদের চিত্তবিনোদনে এতটা সুযোগ দেয়ার পরও কেন পার্কটি ২০১৭ সালে আসেনি এ বিষয়ে পার্কের সিইও মাহবুবুর রহমান পলাশ বলেন, সে সময় পার্কের দরপত্র এর দাম বৃদ্ধি, নানান প্রতিবন্ধকতা ও একার পক্ষে চালানো অসম্ভব ছিল। এবার আসন্ন বাণিজ্য মেলায় সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে, প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের দাবির মুখে লাভ লোকসান বিবেচনা না করে অত্যাধুনিক সাজে সাজানো হবে সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়াল্ড। 

তিনিই একক উদ্যোগে চার বছর আগে বাণিজ্যমেলায় শিশু পার্কের ধারনা নিয়ে আসেন।

অন্তত্য দক্ষতার সঙ্গে বাণিজ্যমেলায় শিশুদের বিনোদন ব্যবস্থা করেছিলেন। একই সাথে সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়াল্ডে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য বিনামূল্যে পার্কে প্রবেশ ও রাইড উপভোগের সুযোগ করে দিয়েছিলেন। সাফল্যের ধারাবাহিকতায় তিনি এখন পর্যন্ত দুই বার পুরস্কৃত হয়েছেন।

মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ জানান, বাণিজ্যমেলায় শিশু পার্কের ধারনা আমিই প্রথম নিয়ে আসি। আর এবার আরো অত্যাধুনিক রাইড আর নতুন আঙ্গিকে সাজানো হবে পার্কটি। আসন্ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আশা করি আগের চেয়ে ভালভাবে আগতদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে পারবো। আগের মতো এবারও মেলায় প্রতিদিন সমাজের সুবিধা বঞ্চিত শিশু, অটিজম ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে পার্কে প্রবেশ সহ সকল রাইড উপভোগ করার সুযোগ রাখবো। তিনি বলেন, আমি চেষ্টা করবো পার্কটিকে এমনভাবে সাজাতে যেন এই পার্কের মাধ্যমে পুরো বাণিজ্যমেলার সুন্দর্য্য আরো বৃদ্ধি হয়। এবারও যেন বাণিজ্যমেলায় পুরস্কৃত হতে পারি সেভাবে কাজ করবো।

মাহবুবুর রহমান পলাশ বলেন, আসন্ন বাণিজ্যমেলায় যাতে পুরো কাজটি সুশৃঙ্খলভাবে করা যায় এজন্য সুবিধা বঞ্চিত শিশু, অটিজম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে যারা কাজ করে তাদেরকে লিখিতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যোগাযোগের ঠিকানা: আমাদের অধিকারপত্র, গুলিস্তান শপিং কমপ্লেক্স, রুম নং-১০০, ঢাকা। মোবাইল: ০১৭৪০-৫৯৯৯৮৮

 



আপনার মূল্যবান মতামত দিন: