odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

তানোর থানায় পুলিশ সুপার সাইফুর রহমানের বার্ষিক পরিদর্শন

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ২৩ August ২০২৩ ০১:১৭

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ August ২০২৩ ০১:১৭

তানোর প্রতিনিধি: রাজশাহী জেলা পুলিশ সুপারকে তানোর থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) তানোর থানায় এ পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান।

এ সময় তানোর থানার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক” শিশু সহায়ক ডেস্ক সহ থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, তানোর-গোদাগাড়ী (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম,মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনির উদ্দিনসহ তানোর থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তানোর থানার পুলিশদের উদ্দেশ্যে পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, তানোর থানার বিস্তীর্ণ এলাকার আইন-শৃঙ্খলার উন্নতি, অপরাধ দমন,চুরি,ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষন অসামাজিক কার্যক্রলাপ রোধে এবং থানা হতে দুরবর্তি দুর্গম পল্লী এলাকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানের মহৎ উদ্দেশ্যে সবাইকে কাজ করতে আহ্বান জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: