odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান একাদশ বনাম ইউএনও একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৮ September ২০২৩ ০০:২০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৮ September ২০২৩ ০০:২০

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে উপজেলা চেয়ারম্যান একাদশ বনাম ইউএনও একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকাল ৫ টায় উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ও হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশুণ্য ড্র হলে, ট্রাইবেকারের প্রস্তুতি নিলে বৈড়ি আবহাওয়ায় খেলা সমাপ্তি করে দুদলকেই বিজয়ী ঘোষণা করা হয়।

মালখানগর ইউনিয়নবাসীর আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল হাসান, সিরাজদিখান সার্কেল সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত, মালখানগর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, সিরাজদিখান থানা ওসি মো. মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, মালখানগর হাই স্কুল প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল আলম, উপজেলা কৃষি অফিসার আবু সাইদ শুভ্র, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদ প্রমুখ। #



আপনার মূল্যবান মতামত দিন: