odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ September ২০২৩ ০১:৪৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ September ২০২৩ ০১:৪৮

কৌশিক মন্ডল আকাশ:

অন্ধকারে দেখায় আলোর পথ বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এই স্লোগানে মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের আয়োজনে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় হয়েছে। জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড.অজয় চক্রবর্তী, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল,  অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, প্রধান পৃষ্ঠপোষক সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদক, পৃষ্ঠপোষক বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার ঘোষ,বিশিষ্ট ব্যবসায়ী অনিল বিশ্বাস,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আশিক কুমার, সমাজকল্যাণ সম্পাদ দীপন বনিক আকাশ,  সদস্য একলব্য সরকার পলাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, সাধারণ সম্পাদক নবীন রায়,মুন্সিগঞ্জ  জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বাংলাদেশ পূজা  উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্যদের শ্যামল রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সিরাজদিখান উপজেলা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, জেলা পূজা  উদযাপন পরিষদের  সাবেক সহ সভাপতি প্রশান্ত কুমার মন্ডল দুলাল, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোবিন্দ দাস পোদ্দার,সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ননী গোপাল হালদার,লোহজং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক বসুদেব নাগ,শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব সাহা, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, জেলা ছাত্র পরিষদের আহ্বায়ক স্মৃতি রানী দাস,সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এডভোকেট  দোলন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের  সদস্য বিপ্লব শীল জলসম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট প্রদীপ পাল, শ্রীনগর যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি শংকর দাস, শ্রীনগর যুব ঐক্য পরিষদের সভাপতি প্রণব  খোকন দত্ত,সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সূত্রধর, সিরাজদিখান উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দেবনাথ,সাধারণ সম্পাদক দিলিপ মন্ডল,লো লৌহজং উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি  দেবাশীষ শীল শিবু,  সাধারণ সম্পাদক শিমুল কুমার দে, টঙ্গীবাড়ি উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক সুজন শিকদার সদস্য সচিব  বিকাশ ঘোষ, গজারিয়া যুব ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ রাজবংশী,সাধারণ সম্পাদক     প্রিতম দাস,মুন্সিগঞ্জ সদর উপজেলা যুব ঐক্য পরিষদের নেতা   দীপ্তেন সূত্রধর, প্রশান্ত দাস  মিরকাদিম পৌরসভা যুব ঐক্য পরিষদ নেতা কাজল সাহা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: