odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সড়ক দুর্ঘটনায় নওগাঁয় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

odhikar patra | প্রকাশিত: ১৪ September ২০২৩ ০৪:৩৫

odhikar patra
প্রকাশিত: ১৪ September ২০২৩ ০৪:৩৫

নওগাঁ, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ : নওগা জেলার মান্দা উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌস ওরফে মুসার ছেলে রবিউল ইসলাম (১৮) এবং নাটোর জেলাধীন লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর গ্রামের লিটনের ছেলে রকি (২৫)। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, আজ সকালে দুটি মোটরসাইকেলে করে চার বন্ধু রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিলেন। এসময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুটির সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও রকিকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মান্দা থানার পরিদর্শক (তদš)Í মো. আব্দুল গণি জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে দ্রুতগামী মোটরসাইকেলের সাথে যাত্রী বোঝাই ভ্যানগাড়ির সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত দু'জনই মোটরসাইকেল আরোহী। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: