odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীনগরে মালিকানা জমিতে জোড় পূর্বক বালু ভরাটে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২

odhikar patra | প্রকাশিত: ১৬ September ২০২৩ ০৩:৪৭

odhikar patra
প্রকাশিত: ১৬ September ২০২৩ ০৩:৪৭

এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জোরপূর্বক ব্যক্তি মালিকানা জমিতে বালু ভরাট কাজে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিন লস্করপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা হামলায় আহত সৌদি আরব প্রবাসী ইব্রাহিম শেখ (৫২)কে উদ্ধার করে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) ভর্তি করা হয়। এব্যাপারে ইব্রাহিমের স্ত্রী বাদী হয়ে ইস্রাফিলসহ ৬ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুল জব্বার খানের যোগ সাজসে ইব্রাহিমের বিরোধপূর্ণ জায়গা রাতের আধারে ড্রেজারের মাধ্যমে জোরপূর্বক ভরাট কাজ শুরু করে তার ছোট ভাই ইস্রাফিল। এতে ইব্রাহিম বাঁধা প্রদান করলে ইস্রাফিলসহ তার স্ত্রী, ঐ এলাকার ফেরদৌস, ফেরদৌসের স্ত্রী সুহিন আক্তার ছেলে ইশান ও রাশেদগণ ইব্রাহিমকে মারধর করে। এর ২দিন আগে জোরপূর্বক জমিটি ভরাটের জন্য ড্রেজার পাইপের সংযোগ দিলে (গত বুধবার) সুহিন আক্তারের বিরুদ্ধে ভুক্তভোগী ইব্রাহিম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, লস্করপুর গ্রামের মো. মগদম শেখের পুত্র মো. ইব্রাহিম ও মো. ইস্রাফিলের মধ্য ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ১৫দিন আগে দুই ভাইয়ের মিমাংসার জন্য স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন। শালিসদাররা জানান, মোঃ ইস্রাফিল যেহেতু বাড়িতে বসবাস করেন না সেই হিসেবে পৈত্রিক বসতবাড়ির পাশে তাদের এজমালি সম্পত্তির প্রায় ১৪ শতাংশ অভরাট জমি দেয়ার সিদ্ধান্ত হয়। এতে কসরত হিসেবে ডোবা ভরাটের জন্য ইস্রাফিলকে তার বড় ভাই ইব্রাহিম ৭ লাখ টাকা দিবে। এখন ইস্রাফিলের জায়গা বিক্রির কথা শুনছি। স্থানীয় ইউপি সদস্য মো. হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহিমের সাথে সুহিনের ধস্তাধস্তির হওয়ার কথা শুনেছি লোক মুখে। সুহিন আক্তার ওই জায়গা ইস্রাফিলের কাছ থেকে কিনেছে। এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে একাধিকবার ইস্রাফিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। ড্রেজার ব্যবসায়ী মো. নয়ন বলেন, আব্দুল জাব্বার খানের কথায় জায়গা ভরাটের জন্য আসছি। স্থানীয় যুবলীগ নেতা সাব্বির হোসেন নাছিম জানান, সুহিন আক্তার জোরপূর্বক ইব্রাহিমের মালিকানা জায়গা ভরাটের চেষ্টা করছে। শুনেছি সুহিন আক্তার ইস্রাফিলের কাছ থেকে জমি বায়নাপত্র করেছে। যদি বায়নাপত্র করেও থাকে আমার জানামতে সুহিনের দাবিকৃত জায়গাটি ইব্রাহিমের মালিকানা জায়গা। হুট করে সে ওই জায়গা এভাবে ভরাট শুরু করতে পারেন না। আব্দুল জাব্বার খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুহিন বেগম সম্পর্কে আমার চাচাতো বোন হয়। সেই সুবাদে জায়গাটি ড্রেজার দিয়ে ভরাট করার পরামর্শ নেন । পুলিশ কাজ বন্ধ রাখতে বললে আমি ড্রেজার বন্ধ করে দেই। শুক্রবার সকালে মো. ইব্রাহিমের স্ত্রী রোকসানা আক্তার মোবাইল ফোনে জানান, তার স্বামী এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনের আইসিইউতে আছেন। বৃহস্পতিবার রাতে পুলিশ এসে ভরাট কাজ বন্ধ করে যাওয়ার কিছুক্ষণ পর সুহিন আক্তার ও তার ছেলে বাড়িতে এসে তার স্বামীকে কিলঘুষি মেরে আহত করে। পরে উপায় না পেয়ে ৯৯৯ কল করে পুলিশের সহায়তা নেই। এখন হাসপাতালে অসুস্থ স্বামীর পাশে থাকার কথা বলেন তিনি। অভিযুক্ত সুহিন বেগমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহিমের ছোট ভাই ইস্রাফিলের কাছ থেকে জমি ক্রয় করেছি। এখন জায়গা ভরাট শুরু করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। আমরা ইব্রাহিমকে মারধর করিনি। বিরোধপূর্ণ জায়গা ক্রয়সূত্রে আলোচনা ছাড়া ভরাট করা কতটা যুক্তিসংঙ্গত এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান। হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান জানান, কিছুদিন আগে ইব্রাহিম ও ইস্রাফিল আমার কাছে আসছিল। তারা বলেছেন এলাকার মুরব্বিদের নিয়ে বসে বিরোধের মিমাংসা করবেন। এখন কি হয়েছে আমার জানা নেই। শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: