odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঐতিহাসিক পাহাড়পুরে ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির মিলন মেলা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ১৭ September ২০২৩ ০০:২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ September ২০২৩ ০০:২৫

ধামইরহাট(নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক ও কর্মচারী মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর দিনব্যাপী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি করা হয়।

বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ ও ইফাত আরা নাসরিনের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, লুৎফর রহমান, হারুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ২ টায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: