odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ দোকান ভস্মিভূত, অর্ধলক্ষ টাকার ক্ষতি

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ১৭ September ২০২৩ ০২:৩৫

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ September ২০২৩ ০২:৩৫

এমএ কাইয়ুম মাইজভান্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ দোকান ভস্মিভূত হয়ে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট সড়কের পাশে বাদল শেখর টিনশেড মার্কেটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ইসহাকের একটি খাবার হোটেলসহ নান্টু শেখ, জহিরুল, আবুলের মুদি দোকান, সুজয়ের সেলুন, শিশিরের কম্পিউটার, পিয়াস ও প্রান্তর গোদাউন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস, দিপুর গ্যাস সিলিন্ডার মোবাইল সার্ভিসিংয়ের দোকানের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুজয়ের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। আর মূহুর্তের মধ্যে সেলুনের আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী দোকানদাররা জানায়, এ ঘটনায় তাদের অন্তত অর্ধ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনার পরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন ও জেলা পরিষদের সদস্য মাহবুবুল্লাহ কিসমত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেলুন ঘর থেকে বৈদ্যুতিক শর্ট-শার্কিটে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: