ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঈদের আগে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪ ১৫:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪ ১৫:৫৭

ঈদুল ফিতরের আগে আবারও বাড়ল স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। স্বর্ণের নতুন এ দাম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ।  

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দাম সোমবার বিকাল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শ‌নিবার (৬ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা করা হয়। আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: